১১ জানুয়ারি সারাদেশে বিএনপির গণঅবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-৩০ ১৫:৫৩:৩৩
আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার যুগপৎ গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণমিছিলের আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে ড. খন্দকার মোশাররফ এ গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে দলের গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নয়াপল্টনের সড়কে জুমার নামাজ আদায় করেন তারা। নামাজের পর নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হবে।
এম জি