যশোরে গৃহবধূ ধর্ষণ, ধর্ষক আটক

প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১২:৫৪:৩৯


joshor_108580যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে গৃহবধূ ধর্ষণের প্রধান অভিযুক্ত আনছার আলীকে (৪৫) বৃহস্পতিবার রাতে আটক করেছে পুলিশ। সে হাটবিলা গ্রামের মৃত রসুল দফাদারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল দুপুর একটার দিকে নরেন্দ্রপুর গ্রামের ওবিয়ার রহমানের জামাই মোত, ছেলে মশিয়ার ও মৃত কায়েস মোল্লার ছেলে হায়দার আলী ওই গৃহবধূকে কৌশলে ডেকে আনছার আলীর বাড়িতে নিয়ে যায়।

এ সময় আনছার আলী তাকে ডাক দিলে তিনি সরল বিশ্বাসে তার ঘরে যান তিনি। এ সুযোগে আনছার আলী ওড়না দিয়ে তার মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিত গৃহবধূ অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান।

বাড়ির লোকজন এ ঘটনা জানতে পেরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। সেখান থেকে সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে ৪ জনকে অভিযুক্ত করে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই প্রধান অভিযুক্ত আনছার আলীকে আটক করে।

যশোর কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গৃহবধূ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আনছার আলীকে আটক করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো