আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১২:৫৮:২২


01_108573ঝিনাইদহ সদর উপজেলার ছায়াইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আকামীর (৫৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড গুলি ছুড়ে বলে জানান ওসি।

স্থানীয় ইউপি মেম্বার তোরাপ আলী জানিয়েছেন, আজ সকালে গ্রামের তোতার সমর্থক রেজাউল ইসলামকে মারধর করে প্রতিপক্ষ সাহাবুদ্দিনের লোকজন। এরপর গ্রামের পূর্বপাড়ায় সংর্ঘষ ছড়িয়ে পড়ে।

এসময়  সাহাবুদ্দিনের সমর্থক আকামীর ঘটনাস্থলেই নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত ১০জন। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে পাঁচ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো