পুলিশের সঙ্গে সংঘর্ষ: জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-৩০ ২০:৪০:৩৫
রাজধানীতে বিএনপির ঘোষিত কর্মসূচি গণমিছিল করতে নেমেছিল জামায়াতে ইসলামী। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় জামায়াত-শিবিরের কর্মীরা। আহত হন ১০ পুলিশ সদস্যও। পরে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে মালিবাগে পুলিশ-জামায়াত শিবির সংঘর্ষে রমনা থানায় তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-
কুমিল্লা সদর দক্ষিণের আলী আশরাফের ঠেলে কাউছার ইসলাম (৩৯)। ঢাকার হাজারীবাগে থাকেন। নাখালপাড়া এলাকার মোঃ হুমায়ুন কবির (৪০)। তিনি নোয়াখালী জেলার চাটখিলের মোহাম্মদপুরের আব্দুল বারেকের ছেলে।
কামরাঙ্গীরচরের পাকাপুল এলাকার মোঃ সালা উদ্দিন (৩৪)। মাদারীপুরের কালকিনি উপজেলার বড় কয়ারিয়া গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে তিনি।। বাড্ডা এলাকার আঃ রাজ্জাক (৪০)। চাঁদপুর ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের পিতা-বশির উল্লাহর ছেলে।
আগারগাঁও তলাতলা এলাকার মোঃ আঃ আউয়াল (৪৪), শহিদ আঃ আজিজ সড়র ভাটারা এলাকার মোঃ সাইজ উদ্দিন (৫০), ইষ্টার্ন হাউজিং রূপনগর এলাকার মোঃ মোতালেব (৬০)। ফেনীর আব্দুস সোবহান (৬২)। যিনি মিরপুরের শেওড়াপারা এলাকায় থাকেন।
এ ছাড়া শিবিরের ২ কর্মী- হলেন
নিউ ইস্কটান রমনা এলাকার মোঃ আরিফুল ইসলাম (২৬)। জেলা-শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কামারভা এলাকার জয়নাল আবেদীন শেখের ছেলে। চাঁদপুরের শাহরাস্তির হাড়িয়া গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে মো. আল আমিন (২৫)।
আবুল কালাম আজাদে ছেলে মঈন উদ্দিন (৩২)। রাজধানীর রমনা এলাকায় থাকলেও তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের করিমপুরে।
এএ