ছেলে সন্তানের বাবা হলেন তৌসিফ

প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১৫:৪৮:৪৪


tausif-lrg20160407203239‘আমি ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার ছেলে হওয়ার এই সুখবরটা যেন ভালোভাবে প্রকাশ করা হয়।’ বৃহস্পতিবার রাতে নিজের পুত্র সন্তানের কথা এভাবেই জানালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তৌসিফ আহমেদ।

তিনি বলেন, ‘গতকাল ৭ এপ্রিল ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে আমার স্ত্রী আফরিন জাহানের কোলজুড়ে পুত্র সন্তান জন্ম লাভ করে। তবে তারা এখনো হাসপাতালে। ডাক্তার বলেছে আরো একদিন হাসপাতালে থাকতে। খোদার অশেষ রহমতে মা-ছেলে দু`জনেই সুস্থ আছে।’ ছেলের নাম রাখা হয়েছে নুযায়ার তৌসিফ আরদ্বি।

তৌসিফ বললেন, ‘আমার পরিবারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সকলে তার জন্য দোয়া করবেন। ’উল্লেখ্য, দিনাজপুরের ছেলে তৌসিফ ভালোবেসে পটুয়াখালীর মেয়ে নিপাকে বিয়ে করেন ২০১২ সালের ১৭ই ফেব্রুয়ারি।

এদিকে, গত ভালোবাসা দিবসে বাজারে আসে তৌসিফের সর্বশেষ অ্যালবাম ‘ভালো নেই’। এটি প্রকাশ পায় সিডি চয়েজের ব্যানারে।

সানবিডি/ঢাকা/আহো