সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে : ধর্ম প্রতিমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-১২-৩১ ২১:১৮:৪৮
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়া হবে। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’
শনিবার (৩১ ডিসেম্বর) জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ফরিদুল হক খান দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়ব। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। এই সুযোগ কাজে লাগোতে হবে।’
ফরিদুল হক আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচনে আবারও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।’
বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের চারতলা ভবনটি নির্মাণ করে।
এএ