স্থানীয় সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজ আমদানি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১০:২২:০৭
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি অনেক কমে গিয়েছে। আমদানিকারকরা বলছেন, চলতি মাসজুড়ে এ অবস্থাই বিরাজ করবে।
শনিবার হিলি স্থলবন্দরে দেখা যায়, বন্দর দিয়ে ইন্দোর জাতের নতুন ও পুরনো জাতের পেঁয়াজ অল্প পরিমাণে আমদানি হয়েছে। আমদানীকৃত এসব পেঁয়াজ পাইকারিতে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারের অধিকাংশ দোকানেই দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। প্রতি কেজি খুচরা পেঁয়াজ ২৩-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারের কোনো দোকানেই আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের দেখা মেলেনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক সপ্তাহ ধরে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি একেবারে কমে গেছে। কোনো দিন দু-এক ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও কোনো দিন একেবারে শূন্য থাকছে আমদানির পরিমাণ। বন্দর দিয়ে সবশেষ গত বৃহস্পতিবার মাত্র একটি ট্রাকে ২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। বুধবার কোনো পেঁয়াজ আমদানি হয়নি।
এনজে