বাংলাদেশি ব্লগারদের আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১৫:৫৯:৫০


bangladesh20160408090918বাংলাদেশে বেশ কয়েকজন ব্লগার হত্যার ঘটনায় দেশ এবং দেশের বাইরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জীবন নাশের হুমকিতে আছেন এমন ব্লগারদের শরণার্থী হিসেবে আশ্রয় দিতে পারে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আভাস দেয়া হয়েছে।

বুধবার রাতে ঢাকায় তরুণ ব্লগার নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন আভাস পাওয়া গেছে।

বৃহস্পতিবার  ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র মার্ক সি টোনার জানান, হুমকিতে থাকা বাংলাদেশী ব্লগারদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেয়ার বিষয়টি ভাবা হচ্ছে। সেসময় নাজিমুদ্দিন সামাদ হত্যার তীব্র নিন্দা জানান তিনি। সামাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইরত বাংলাদেশের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন তিনি।

এর আগে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশি ব্লগারদের মানবিক আশ্রয় প্রদানের আহ্বান জানিয়েছিল।

সানবিডি/ঢাকা/আহো