ভোটাধিকার বাধাগ্রস্ত করলে ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১৪:৫০:৪১
সবচেয়ে বেশি গণতান্ত্রিক উন্নতি শেখ হাসিনার মেয়াদেই হয়েছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমাদের চ্যালেঞ্জ।
রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন স্বাভাবিক বিষয়। সঠিক সময়ে ভোট হবে।
জনগণের ভোটাধিকার কেউ বাধাগ্রস্ত করলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, কোনো দল বিশৃঙ্খলা ঘটাতে চাইলে তা প্রশ্রয় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষার্থে বাহিনী ব্যবস্থা নেবে।
এম জি