রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০১ ১৬:৪৩:০৬


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একবার চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। সেবার মাশরাফি বিন মর্তুজার হাত ধরে শিরোপা উঁচিয়ে ধরেছিল ফ্রাঞ্চাইজিটি। এবার মাশরাফি নেতৃত্ব দেবেন সিলেট স্ট্রাইকার্সকে। তাই বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স।

রোববার (১ জানুয়ারি) রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি এক সংবাদ বিবৃতিতে সোহানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ায় সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে অধিনায়কের হাতেখড়ি হয়ে গেছে নুরুলের। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগেও তার নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অধিনায়ক হিসাবে শিরোপাও জিতেছিলেন তিনি। তাই বিপিএলেও সোহানর ওপরই ভরসা রাখল রংপুর ফ্রাঞ্চাইজি।

বিপিএলে ২০১৩ সাল থেকে নিয়মিত মুখ সোহান। এর মধ্যে খেলেছেন মোট ৭টি ফ্রাঞ্জাইজির হয়ে। সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেললেও এবারই প্রথম রংপুরের জার্সিতে মাঠে নামবেন তিনি। আর দলে এসেই রংপুর রাইডার্সের অধিনায়ক হয়ে গেলেন বাংলাদেশ দলের নিয়মিত এই মুখ।

এম জি