পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১৯:৩৪:৪২


বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার।

তাকে এ পদে নিয়োগ দিয়ে রোববার (১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার গত বছর ৩ জানুয়ারি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দিয়েছিলেন।

এএ