বোটানিক্যাল গার্ডেনে নারীর গলাকাটা মরদেহ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০২ ০৯:৫১:৫০
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেন থেকে তুলি নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ। রোববার (১ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চার মাস আগে সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তুলির। অল্প কদিন পরেই আবার দু’জনের ছাড়াছাড়ি হয়ে যায়।
রোববার নিজেদের মধ্যে বোঝাপড়া করতে বোটানিক্যাল গার্ডেনে দেখা করেন দু’জন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তুলিকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সাইদুল।
এম জি