দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০২ ১৬:০৬:১৬


বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৩৮ বারে ১ লাখ ৫৫ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৯  টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬০৯ বারে ১ লাখ ৩০ হাজার ৫৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৭১ বারে ৬ লাখ ৯৮ হাজার ৯১১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কোহিনুর কেমিক্যালের ৫.৬৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫.৪৫ শতাংশ, এডিএন টেলিকমের ৫.১৫ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৬০ শতাংশ, ইন্ট্রাকোর ৪.৫১ শতাংশ, আমরা টেকনোলজিসের ৪.৩৫ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ৪.১৭ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস