পিস্তল ও গুলিসহ আ’লীগের উপজেলা সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১১:৪৯:২৬


Arrest.Sunbdপিস্তল ও গুলিসহ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দিনগত মধ্যরাত পৌর শহরের নন্দনপুর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুফতি মাহফীজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার কাছে অস্ত্র ও গুলি রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই নেতার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় সুরুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও এই ডিবি কর্মকর্তা জানান। বর্তমানে তাকে জেলা ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।