আজ ২ কোম্পানির পর্ষদ সভা

আপডেট: ২০১৬-০৪-০৯ ১৩:৩৫:৫৮


2-company-453x371পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক ও শাশা ডেনিমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত হিসাব পর্যালোচনা করা হবে। ওই বৈঠকে আলোচিত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

সোস্যাল ইসলামী ব্যাংক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

২০১৪ সালে এই ব্যাংকটি শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ২ টাকা ৭৪ পয়সা। আর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

শাশা ডেনিমস

বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

গত বছর কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ছিল ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস।

সে বছর কোম্পানিটি ১৭ কোটি ৫১ লাখ টাকা নিট মুনাফা করেছিল। শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৩ টাকা ৬৪ পয়সা।

গত বছর প্রথম তিন প্রান্তিকে শাশা ডেনিমসের ইপিএস ছিল ৩ টাকা ৬৪ পয়সা। এটি অ্যানুয়ালাইজড করা হলে দাঁড়ায় ৪ টাকা ৮৫ পয়সা। তবে প্রকৃত ইপিএস এর থেকে কম-বেশি হতে পারে।