অবসরোত্তর ছুটিতে কবির বিন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৩ ১৩:২২:৩২


মন্ত্রিপরিষদ সচিবের চলতি দায়িত্ব থেকে কবির বিন আনোয়ারকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) পাঠিয়েছে সরকার। তার স্থলে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী আজ থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ আগামীকাল থেকে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি পাবেন।

এর আগে গত ১০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পান তিনি। তারও আগে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

এম জি