মজুরি পান না ৪ সপ্তাহ, মহাসড়কে চা শ্রমিকরা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৩ ১৫:৩৭:২৪


বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান, বাগানের পতিত জমি লিজ বাতিলসহ পাঁচ দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তারা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে দুই পাশে যানবাহন আটকা পড়ে।

শ্রমিকরা জানান, ৪ সপ্তাহ ধরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও ভাওয়ানী চা বাগানের ২ হাজার শ্রমিক মজুরি পাননি। এ বিষয়ে বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বলে কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। শ্রমিকরা জানান, তাদের মজুরি না পেলে আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবে।

এম জি