দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৩ ১৬:২০:২২


বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ২৮১ বারে ৫ লাখ ৫৭ হাজার ৯৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে কুইন সাউথ টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৬ বারে ২১ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ বারে ১টি শেয়ার লেনদেন করে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ০.৯৯ শতাংশ, সোনালী আঁশের ০.৯৯ শতাংশ, এমএসিএলের (প্রাণ) ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ০.৯৯ শতাংশ, এমবি ফার্মার ০.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডসের শেয়ার দর ০.৯৯ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস