প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন: বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৩ ১৬:৩৬:৪৭
মন্ত্রিপরিষদ বিভাগের বিদায়ী সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে-শুনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে।’
মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ কর্মদিবসে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কবির বিন আনোয়ার বলেন, আমার চাকরির মেয়াদ শেষ হচ্ছে আজই (মঙ্গলবার)। এটি রুটিন পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা প্রিভিলাইজের বিষয় ছিল। তবে এখন যেটা হয়েছে, এটাই স্বাভাবিক।
পরবর্তী সময়ে ভালো কোনো জায়গায় আবার হয়তো দেখা যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কবির বিন আনোয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. মাহবুব হোসেন।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ এ বছরের ৪ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা প্রাপ্য হবেন তিনি।
২০২২ সালের ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কবির বিন আনোয়ার।
এএ