বাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছেন বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৪ ০৯:৪২:৩৪
চলমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে ডেকেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে কমিশনের মাল্টিপারপাস হলে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, সভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, বাজার মধ্যস্থতাকারীগণ এবং বিএসইসির কমিশনারগণ উপস্থিত থাকবেন।
জানা গেছে, দেশের পুঁজিবাজারে কয়েকদিন যাবৎ দরপতন অব্যাহত রয়েছে। বড় পতনে প্রতিদিনই বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে। তাই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে বসবে বিএসইসি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ