হিজাব ইস্যুতে আরও সতর্ক ইরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৪ ১১:০৭:৩৯


ইরানের পুলিশ হিজাব নিয়ে আরও সতর্কতা জারি করেছে। ইরানের গণমাধ্যমে সোমবার বলা হয়, এখন গাড়িতে চড়তেও নারীদের হিজাব পরতে হবে।

সংবাদ সংস্থা ফারস একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাতে বলেছে, পুলিশ নতুন নজরদারি কার্যক্রম হাতে নিয়েছে। নাজের–১ নামের এই কর্মসূচি নতুন ধাপে নেওয়া হচ্ছে। এই কর্মসূচি ২০২০ সালে চালু করা হয়েছিল। গাড়িতে হিজাব ব্যবহার বন্ধ করা নিয়ে উদ্বেগ থেকে ওই পদক্ষেপ নেওয়া হয়।

ওই নীতি অনুযায়ী, গাড়ির মালিকরা পোশাক নীতি ভঙ্গ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই নীতি কার্যকর করা হচ্ছে কি না, তার দায়িত্ব দেওয়া হয় নীতি পুলিশকে।

সূত্র: আল আরাবিয়া