বিল থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৪ ১১:৪৫:২২
নরসিংদীর মনোহরদী উপজেলার বিল থেকে বস্তাভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন বিল থেকে কঙ্কালের বস্তা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে হৃদয় নামের যুবক মাছ ধরতে ওই বিলে নামে। বিলে মাছ ধরার একপর্যায়ে বস্তাসদৃশ কিছু তার হাতে লাগে। পরে সেই বস্তা বিলের পানি থেকে তীরে তোলেন তিনি। উপস্থিত লোকজন বস্তাটি খুললে সেটির ভেতরে মানুষের কয়েকটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ সেখানে গিয়ে কঙ্কালের বস্তাটি উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মানব কঙ্কালগুলোর বিভিন্ন অংশ জোড়া দেয়া। ধারণা করা হচ্ছে, সেগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করেছেন।
এম জি