১৫.৪০ টাকায় লংকাবাংলা সিকিউরিটিজের এটিবিতে লেনদেন শুরু
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০১-০৪ ১২:০৬:৪৮
পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) লংকাবাংলা সিকিউরিটিজের ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয়েছে। এরই মাধ্যমে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) যাত্রা শুরু হয়েছে।
এটিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ (০৪ জানুয়ারি) বুধবার এটিবির নিয়ম অনুযায়ী সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ৪ শতাংশ দরে ৫০০ শেয়ারের মাধ্যমে লেনদেন শুরু হয়েছে কোম্পানিটির।
পুর্ব নির্ধারীত লংকাবাংলা সিকিউরিটিজ ওপেনিং শেয়ারদর ১৪ টাকা ৯০ পয়সা। এটিবিতে কোম্পানিটির লেনদেনের প্রথমেই সর্বোচ্চ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন শুরু হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) মার্কেটের উদ্ভোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। ডিএসইর নিকুঞ্জ ভবনে এটিবির উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস