‘রাজনীতিতে আগে শুদ্ধাচার বাস্তবায়ন করতে হবে’

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৩:২৫:৫৩


kaderসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় রাজনীতিতে যদি শুদ্ধাচার প্রয়োগ করা না যায়, তাহলে প্রশাসনের কোথাও শুদ্ধাচার প্রয়োগ সম্ভব না। রাজনীতিতে আগে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মপরিকল্পনায় উদ্ধৃত শুদ্ধাচার ও সুশাসনের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় সড়ক ও জনপথ অধিদপ্তরের ৬৫ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, কৌশলগত চরিত্রগত শুদ্ধাচার পরিবর্তনের আগে নিজেদের চরিত্রগত লাইফ স্টাইলের পরিবর্তন করতে হবে। শুদ্ধাচার নিজেদের জীবনে এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।

কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দেশকে, প্রশাসনকে বদলাতে চাইলে নৈতিকতার হাতিয়ার হিসেবে প্রথমে নিজেকে চরিত্রবান হতে হবে, সৎ হতে হবে। শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হলে নিজেকে ব্যক্তিগতভাবে শুদ্ধ করতে হবে। নিজে শুদ্ধ হলে প্রতিষ্ঠান শুদ্ধ হবে।

কমিটমেন্ট নিয়ে কর্মকর্তাদের দেশের কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এক পশলা বৃষ্টি হলে রাস্তা শেষ, এমন রাস্তা করার দরকার নেই। একটি ভারী যানবাহন ব্রিজে উঠলে ব্রিজ নষ্ট, এমন দায়সারা গোছের কাজ না করার শপথ নিতে বলেন কর্মকর্তাদের।

বিয়াম এর মহাপরিচালক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপিএটিসির রেক্টর এ এল এম আব্দুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবু সালেহ ফেরদৌস প্রমুখ।