শীতের কারণে গাইবান্ধা উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম: ইসি

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৪ ১২:৩৬:৫৮


গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়ম ধরা পড়েনি। তবে শীতের প্রকোপে ভোটার উপস্থিতি এবং ভোট পড়ার হার কিছুটা কম, এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশানার রাশেদা সুলতানা।

বুধবার (৪ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে গাইবান্ধার উপনির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান এ কমিশনার।

তিনি আরও জানান, কঠোর নিরাপত্তা বলয়ে ফুলছড়ি ও সাঘাটা আসনে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরনের অনিয়ম ও অপ্রীতিকর অবস্থা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

সিসি ক্যামেরার মাধ্যমে পুরো নির্বাচন পর্যবেক্ষণ চলছে বলেও এ সময় উল্লেখ করেন রাশেদা সুলতানা। বলেন, ইসি থেকে কেন্দ্রে কেন্দ্রে মনিটরিং চলছে।

গত বছরের অক্টোবরে অনিয়মের কারণে এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে নির্বাচন কমিশন। তদন্ত শেষে ফের আজ ভোটগ্রহণ চলছে।

এম জি