আইসিএমএবির কাউন্সিলর হলেন যারা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২৩-০১-০৫ ১৩:৪৬:৩০


কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টদের একমাত্র প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএমএবি) জাতীয় কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর (২০২২) মাস জুড়ে চলে এ নির্বাচন।

গত শুক্রবার ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচিত কাউন্সিল আগামী ৩ বছর প্রতিষ্ঠানটির পরিচালনা করবে।

নির্বাচনে বিজয়ী ১৬ জন কাউন্সিলর হলেন- মো: আব্দুর রহমান খান ৯৩৫ ভোট, মো: সেলিম ৯২৯ ভোট, আরিফ খান ৮৬০ ভোট, মাহতাব উদ্দিন আহমেদ ৮৩৫ ভোট, মো: কাউসার আলম ৮০৭ ভোট, মমতাজ উদ্দিন আহমেদ ৭৯২ ভোট, ড. মো: সেলিম উদ্দিন ৭৮৭ ভোট, মো: জাহাঙ্গির আলম ৭৮৪ ভোট, জামাল আহমেদ চৌধুরী ৭৭৭ ভোট, এস.এম. জহির উদ্দিন হায়দার ৭৪৯ ভোট, কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন ৭৪১ ভোট, আ: মতিন পাটওয়ারী ৭৩৭ ভোট, মো: মাকসুদুর রহমান ৭১৬ ভোট, ড. সাইয়্যেদ আব্দুল্লাহ আল মামুন ৬৮২ ভোট, মো: আক্তারুজ্জামান ৬৭১ ভোট, হাসনাইন তৌফিক আহমেদ ৬৬৭ ভোট।

এএ