ইআরএফ এর সঙ্গে জীবন বীমা কর্পোরেশনের গ্রুপ বীমা চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৪ ২০:১৯:১০
জীবন বীমা কর্পোরেশন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) -এর মধ্যে ৩ বছরের জন্য গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) জীবন বীমা কর্পোরেশন-এর প্রধান কার্যালয়ের জীবন সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-এর বিদায়ী সভাপতি শারমীন রিনভী এবং জীবন বীমা কর্পোরেশনের গ্রুপ বীমা ডিভিশনের জেনারেল ম্যানেজার আবু হেনা মোঃ মোস্তফা কামাল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর ও সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, জীবন বীমা কর্পোরেশনের গ্রুপ বীমা ডিভিশনের জেনারেল ম্যানেজার ও সরকারের যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল, ডেপুটি জেনারেল ম্যানেজার মো: লিয়াকত আলী খান, সহকারী জেনারেল ম্যানেজার শেখ খায়েরুজজামান, সহকারী জেনারেল ম্যানেজার শাহিদ ইকবালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ