তালেবানের অভিযানে ৮ আইএস সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৬ ১৩:০০:০২


আফগানিস্তানে তালেবান নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন ৮ আইএস সদস্য। এ সময় আটক করা হয়েছে আরও ৯ জনকে। খবর বার্তা সংস্থা এপির।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তালেবান মুখপাত্র নিশ্চিত করেছে এ তথ্য। জানায়, চলতি সপ্তাহের শুরুতে সেনা বিমানবন্দরে বোমা হামলাকারীদের সন্ধানে এ তল্লাশি অভিযান চালানো হয়।

খবরে বলা হয়, রাজধানী কাবুল ও পশ্চিম নিমরোজ প্রদেশ থেকে আটক করা হয় সন্দেহভাজনদের। অভিযোগ, কাবুলের একটি হোটেল, পাকিস্তান দূতাবাস ও সামরিক বিমানবন্দরে হামলায় জড়িত ছিল তারা।

গেল রোববার কাবুলের সেনা বিমানবন্দরে বিস্ফোরণে হয় হতাহতের ঘটনা। হামলার কথা জানালেও প্রাণহানির সংখ্যা জানায়নি তালেবান প্রশাসন। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই অঞ্চলটিতে হামলা-তৎপরতা বাড়িয়েছে আইএস।

এম জি