বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৬ ১৪:১০:২৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হওয়ার আগে পাল্টে দেওয়া হলো ম্যাচ শুরুর সময়।
আজ শুক্রবার উদ্বোধনী দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। কিন্তু ম্যাচ শুরুর মাত্র আড়াই ঘণ্টা আগে জানানো হলো, আধা ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ! এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সময়সূচি এগিয়ে আনার ঘোষণা দিয়েছে।
দিনের ম্যাচের মতো রাতের খেলাও এগিয়ে আনা হয়েছে। রাতের ম্যাচ গড়ানোর কথা সন্ধ্যা সোয়া ৭টায়। নতুন সূচিতে এগিয়ে ম্যাচটি শুরু হবে ৭টা থেকে।
এ ছাড়া সপ্তাহের অন্য দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায় আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। এখন অন্যদিনগুলোর সময়ও পাল্টে গেছে। আধা ঘণ্টা এগিয়ে প্রথম ম্যাচ হবে দেড়টায়, দিনের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
আজ শুক্রবার উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে। আর সন্ধ্যা ৭টায় গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে আবারও বিপিএলে ফেরা রংপুর রাইডার্সের বিপক্ষে। বিপিএলের এবারের আসরের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
এম জি