ঢাকায় তীব্র শীত থাকতে পারে আরও ২ সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৬ ১৪:১৫:২৮
রাজধানীতে তীব্র শীতের দাপট আরও দুই সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কাটবে না কুয়াশাও। তাপমাত্রা আগামীকাল সামান্য কমতে পারে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীতে তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের ওপর দিয়ে দুই কিংবা তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রাজধানীতে শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই।
এদিকে, শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকা ছিলো কুয়াশার চাদরে। আগামীকাল শনিবারও কুয়াশার চাদরে আবৃত থাকতে পারে রাজধানীসহ সারাদেশ। উত্তর ও পশ্চিম দিক থেকে আট থেকে ১২ কিলোমিটার বেগে বইছে ঠাণ্ডা বাতাস। এমন কনকনে ঠাণ্ডার প্রভাব পড়েছে জনজীবনে। কাজ ছাড়া ঘর থেকে কমই বের হচ্ছে মানুষ, তাই রাস্তা-ঘাটও ফাঁকা।
এম জি