টেকনাফে ২ কোটি ১০ লাখ টাকার ইয়াবা উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৯:২৯:৪২
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২ কোটি ১০ লাখ টাকার ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোর ৪ টা ও দুপুরে এ অভিযান চালানো হয়।
বিজিবি সুত্রে জানা গেছে, টেকনাফস্থ মুছনী বরাবর নাফ নদীর কিনারা দিয়ে শনিবার ভোর ৪ টার দিকে ইয়াবার একটি বড় চালান দেশে প্রবেশের খবর পেয়ে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। এসময় কেওড়া বাগানে থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, শনিবার বেলা ১১ টার দিকে টেকনাফস্থ জাদিমোড়া মন্দির বরাবর নাফ নদীতে অপর অভিযানে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। এসব ইয়াবা বিজিবি টেকনাফ সদর দফতরে জমা রাখা হয়েছে বলে সুত্রটি নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো