পদ্মার মাঝে আটকা ৩ ফেরি
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০১-০৭ ১১:০০:৫৮
ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নিয়ে ৩টি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে। এ কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শনিবার (৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়।
মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হবে।
এম জি