প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৯:৪২:১০


t p 4শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবসের ৪৬তম বার্ষিকী উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসভিত্তিক সাধারণজ্ঞান ও রচনা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল ৮ এপ্রিল বিকাল ৪টায় পাঠাগার কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সংগঠক শরীফুল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন পাঠাগারের সংগঠক ফাহিমা কানিজ লাভা ও খাদিজা বেগম নিপা। এছাড়া উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি আলী মো: আবু নাঈম ও মেলার ঢাকা নগর শাখার সংগঠক ও বিদ্যাসাগর পাঠাগারের সংগঠক সাইফুল হাসান মুনাকাত।

শিশু কিশোর মেলার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় তেজগাঁও অঞ্চলের ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ম-৬ষ্ঠ শ্রেণী, ৭ম-৮ম শ্রেণী ও ৯ম-১০ম শ্রেণী এই তিনটি গ্রুপে সর্বমোট ২৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবি করা হয়। এছাড়া গত বছর পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার বিচার, পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস বন্ধ, গাইড-কোচিংসহ শিক্ষাবাণিজ্য বন্ধের দাবি জানানো হয়।

তনু হত্যার বিচারসহ সকল নারী ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে আগামী ১২ এপ্রিল ’১৬ মঙ্গলবার সকাল ১১টায় পাঠাগারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সানবিডি/ঢাকা/আহো