‘দেশের উন্নয়নই শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য’

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৯:৪৯:১২


sou_108732জনগণকে ক্ষমতায়নের মাধ্যমে দেশের উন্নয়নই শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শনিবার পাবলিক লাইব্রেরিতে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন ২১নং ওয়ার্ডের (শাহবাগ) ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একদিকে দেশের অভাবিত উন্নয়ন ও জনগণকেও ক্ষমতায়ন করেছেন। এর মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন তার রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতা আঁকড়ে থাকা নয়, বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই তার উদ্দেশ্য।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের রিজার্ভ, জিডিপি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যখাত অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে, যা বিশ্বের অর্থনৈতিক মন্দার বাজারে এক বিস্ময় সৃষ্টি করেছে।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার মতোই দায়িত্বশীল ভূমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে কাউন্সিল উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, বদিউল আলম, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, শফিকুল ইসলাম, শ্যামল কুমার রায়, শাহাদাত হোসেন তছলিম। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে রতন দাসসহ সভাপতি শওকত শেখ, রুবেল হাওলাদার, গোলাম মোস্তফা (জিএম), যুগ্ম সম্পাদক ফকরুল ইসলাম জুয়েল, লিয়ন সিকদার, স্বপন রায়, মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, আলমগীর, মো. নাসিমকে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

সানবিডি/ঢাকা/আহো