খাদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু : নিখোঁজ ২
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ২০:৩৬:৫৩
চট্টগ্রাম মহানগরীর হালিশহর জেলে পাড়া এলাকায় বঙ্গোপসাগরের পাশে গর্তে ডুবে মারা গেছে শুভ (১৬) নামে এক স্কুলছাত্র। আহতবস্থায় উদ্ধার করা হয়েছে দুইজনকে। নিখোঁজ রয়েছে আরো ২ ছাত্র। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেননি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কনস্টেবল আব্দুল হামিদ জানান, সাগরে ডুবে যাওয়া ৩ জনকে বিকেল ৪টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা শুভকে মৃত ঘোষণা করেন। আবির এবং রায়হান নামে আরো দুজন হাসপাতালে ভর্তি আছে।
নিহত শুভ হালিশহর ফৈল্ল্যাতলী এলাকার পিএইচ আমিন একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল। সে হালিশহর বি-ব্লক এক নম্বর লাইনের এক নম্বর রোডের ব্যবসায়ী খোরশেদ আলমের ছেলে।
শুভর বড়ভাই সৈকত জানান, দুপুর একটার দিকে শুভসহ তার ৫/৬ জন বন্ধু স্কুল ফাঁকি দিয়ে সাগর পাড়ে যায়। সেখানে মাটি সংগ্রহের জন্য খোঁড়া বড় বড় গর্তের মধ্যে তারা সাঁতার কাটতে নেমে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নেয়ার পর শুভ মারা যায়। এ ঘটনায় আরো ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।