ঔষধ ভেবে কীটনাশক পান, স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ২১:০৬:১৫


chandpur_108746চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় কীটনাশক পানে শান্তা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে চাঁদপুর হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথে সে মারা যায়।

সে ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ গ্রামের মোহাম্মদ হোসেন খানের দ্বিতীয় কন্যা ও সে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্বজনরা জানায়, শান্তা গত ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছিল। সকাল ৭টার সময় সে জ্বরের ঔষধ মনে করে সে পোকা দমন (কিটনাশক) করার টেবলেট খেয়ে ফেলে। বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তাকে চাঁদপুর সদর হাসপালে প্রেরণ করেন। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১০টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে শান্তা।

খবর পেয়ে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাচেদুল হাসান বাবু (বাতেন), মতলব উত্তর থানার এসআই কামাল হোসেন পিপিএম, এসআই মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন ও সুরুতাহাল রিপোর্ট তৈরি করেন।

তবে, স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটা-কাটি হয়। এ কারণে সে বিষ পান করে থাকতে পারে।

শান্তার মা শিরিনা বেগম বলেন, শান্তা ৪/৫ দিন যাবৎ জ্বরে ভুগছে। জ্বরের ওষুধ মনে করে সে কেরি টেবলেট (পোকা দমন করার টেবলেট) খেয়ে ফেলেছে।

এসআই কামাল হোসেন বলেন, মেডিকেল রিপোর্ট অনুযায়ী সে বিষ পান করেছে। মৃত্যুর ব্যাপারে তার অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় পোস্ট মর্টেমে পাঠানো হয়নি।

সানবিডি/ঢাকা/আহো