গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৮ ১১:৪৮:২৫
ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনায় দেড় বছরের শিশু মরিয়ম আক্তার মারা গেছে। রোববার রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৮ জানুয়ারি) সকালে শিশু মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নানী সখিনা বেগম। এরআগে শনিবার ভোর ৫টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে পোশাক শ্রমিক মনজুরুল ইসলাম (৩২) ৩৩ শতাংশ, তার স্ত্রী জোসনা আক্তার (২৫) ৪০ শতাংশ, তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার ১৫ শতাংশ, স্ত্রীর বড় বোন হোসনা বেগম (৩০) ২৫ শতাংশ এবং ভাগনি সাদিয়া আক্তার (২০) ৭৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের পাঁচজনের অবস্থাও আশঙ্কাজনক।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী মো. নিজাম শেখ জানান, ভোরে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন, বাসাটির ভেতর পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। আর আগুনে বিছানার কিছুটা পুড়ে গেছে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।
এদিকে শিশু মরিয়মের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম জি