রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৪:৩৬:১৯
রাজধানীতে ট্রাকের ধাক্কায় রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি নরসিংদী জেলার রায়পুরা থানার তলাতুলী গ্রামের জয়নালের সন্তান। তিনি রায়েরবাজারে একটি মুরগির আড়তে কাজ করতেন।
জানা গেছে, শনিবার মধ্যরাতে আড়ত থেকে ভ্যানে করে মুরগি নিয়ে নাবিস্কো নামিয়ে ফেরার পথে একটা ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে রাব্বি ছিটকে পড়ে যায়। পরে ভ্যানচালক ওয়াহিদ মিয়া গুরুতর আহত অবস্থায় রাব্বিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াহিদ মিয়ার আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এম জি