মেক্সিকোর মাদক সম্রাটের ছেলে গুজম্যান কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৩:৫৭:৩৭


কড়া নিরাপত্তায় অ্যাটর্নির কার্যালয় থেকে কারাগারে পাঠানো হয়েছে মেক্সিকোর মাদক সম্রাট এল চ্যাপ্পোর ছেলে ওভিডিও গুজম্যানকে। আলমোলোয়া ডি হুয়ারেজ’র সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কারাগারে রাখা হয়েছে তাকে। মেক্সিকো বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে জেলখানায় নেয়া হয় তাকে।

বৃহস্পতিবার এক অভিযানে গ্রেফতার করা হয় ওডিডিও গুজম্যানকে। এল রাটন বা দ্য মাউস নামে পরিচিত গুজম্যান নিয়ন্ত্রণ করতেন পুরো মেক্সিকোর মাদক সাম্রাজ্য। অস্ত্র ও মাদক চোরাকারবার, হত্যা-অপহরণের বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গুজম্যানের অবস্থান নিয়ে তথ্য জানাতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে আপাতত যুক্তরাষ্ট্রে বহিঃসমর্পন করা হবে না তাকে।

গুজম্যানকে গ্রেফতারের পরই পুরো মেক্সিকো জুড়ে তাণ্ডব শুরু করে তার অনুসারী সিনালোয়া কার্টেলের সদস্যরা। পাল্টা পদক্ষেপ নেয় মেক্সিকোর সামরিক বাহিনীও। সহিংসতায় প্রাণ যায় ১০ সেনা সদস্যসহ ২৯ জনের।

এম জি