দেশের যে অবস্থা, তাতে আরও নিষেধাজ্ঞা আসবে: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৭:১০:৫৮
দেশের যে অবস্থা, তাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশের যে অবস্থা, তাতে নিষেধাজ্ঞা আসবে সেটা স্বাভাবিক। কারণ এখানে ভালো কিছু হচ্ছে না।’
রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক এক সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বর্তমান অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে একটা ট্র্যাকে আনতে হবে। সেজন্যই তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যাঁরা শিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ, তাঁদের সমন্বয়ে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে করে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে।’
‘রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ২৭ দফা রূপরেখা’ বিএনপির আন্দোলনের অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘যিনি এ ধরনের রূপরেখা দিতে পারেন, তাঁকে বলা হয় ‘স্টেটসম্যান’। আর তারেক রহমান সেই কাজই করেছেন। তাঁর দক্ষতা ও যোগ্যতাকে তিনি বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।’
ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কামরুল আহসান। ঢাকা উত্তর ড্যাবের মহাসচিব ডা. এ এস এম মো. মাসুম বিল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় সভাপতি হারুন আল রশিদ, মহাসচিব মো. আবদুস সালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকার ২০২১ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বর্তমানে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও র্যাবের তৎকালীন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
এএ