রাজনীতিতে ভালো মানুষের অভাব রয়েছে: কাদের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৯:২২:৫৯
রাজনীতিতে ভালো মানুষের অভাব রয়েছে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভালো, সৎ ও মেধাবীদের রাজনৈতিক আনতে হবে; না হয় রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে। কারণ নষ্ট রাজনীতিবিদেরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে।
রোববার (৮ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টি-জেপির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং বিজয়কে সুসংহত করতে ও উন্নয়নকে বাঁচাতে হলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।
জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি অপরাজনীতি করা দল। তারা অরাজনৈতিক ধারা অনুসরণ করে, সংবিধানকে আবারও ক্ষতবিক্ষত করতে চায়।
এসময় বিএনপির বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি নিজ দলের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, নির্বাচনকে বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বনকারীদের যেকোনো মূল্যে রুখে দিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
এএ