সূচকের উর্ধ্বমুখী ধারায় লেনদেন
প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৩:২৮:৪৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্যসূচকের উর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রয়েছে একই চিত্র। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ১০৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টি কোম্পানির। আর দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৬৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৪ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭০৯ পয়েন্টে।এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
সানবিডি/ঢাকা/আহো