লোহাগড়ায় বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের সভা ও বই এর মোড়ক উন্মোচন
প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৩:৪৩:১২
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রিয় কমিটি লোহাগড়ায় কবি সাহিত্যিকদের পরিচিতি সভা, কবিতা পাঠ ও বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সকাল ১১টায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শতবর্ষিয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ জেলা কমিটির প্রচার সম্পাদক ও নিরাপদ সড়ক চাই নিসচা’র জেলা সভাপতি কবি সৈয়দ খায়রুল আলম এর পরিচাসভা ও বই এর মোড়ক উন্মোচনায় লোহাগড়া সাহিত্য পরিষদের সহসভাপতি বাবু অরবিন্দু আচার্য্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান বঙ্গবন্ধু গভেষক ড. অজিত দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতি কার্যনির্বাহী কমিটি বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ প্রবন্ধকার অধ্যাপক ষষ্ঠিচন্দ্র শীল, মহাসচিব বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কবি আশামনি, বিরমুক্তিযোদ্ধা বাবু অজয়কান্তি মজুমদার, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি মোস্তফা কামাল, সিনিয়ার সাংবাদিক কবি সাথী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. দৌলত আহম্মেদ খান, রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সহসভাপতি ডাঃ মনোয়ার হোসেন তাপস, সহযোগি অধ্যাপক কবি মলয় কান্তি মজুমদার, লোহাগড়া সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি সরদার গোলাম মোস্তফা, সহ সাধারন সম্পাদক বি এম লিয়াকত হোসেন, যুবলীগ নেতা সিকদার বুলবুল সিকদার সেলিম, বিশিষ্ট চিত্রশিল্পী নারায়ন চক্রবর্তি, কবি রেকসোনা আক্তার, ডা. কে বি লস্কর, কবি হোসনে আরা হেনা, কবি মাসুদা ওয়াদুদ, কামনা ইসলামসহ উপজেলার ৮০জন কবি অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান ড. অজিত দাস, সভাপতি কার্যনির্বাহী কমিটি বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ প্রবন্ধকার অধ্যাপক ষষ্ঠিচন্দ্র শীল, মহাসচিব কবি আশামণিকে কবিতার বই তুলে দ্নে লেখক ও লাইব্রেরী পরিচালনা পরিষদের সাবেক সম্পাদক ও লোহাগড়া সাহিত্য পরিষদের সহসভাপতি বাবু অরবিন্দু আচার্য্য।
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ সম্পাদিত বঙ্গবন্ধু এ প্রজন্মের ভাবনা ও ত্রৈমাসিকপত্রিকা বজ্রকন্ঠের ৫টি কপি শতবর্ষিয় রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সংগ্রহশালায় সদস্যদের হাতে তুলে দেন ড. অজিত দাস।
পরিচিতি সভার শুরুতে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডঃ অজিত দাস ও বই এর মোড়ক উন্মোচন করে বলেন লোহাগড়া উপজেলায় এত বড় মানের লাইব্রেরী সত্যই গর্বকরারমত। লাইব্রেরী কমিটি’র সদস্যদের ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর আর্দশে কবিদের ও এগিয়ে আসার আহব্বান জানান।
বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডঃ অজিত দাস সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে খুলনা বিভাগের বিভিন্ন জেলা সফর শেষে রাজশাহির উদ্দেশ্য রওনা হন।