রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৩:৫৪:০২


dmch-medium_19649রাজধানীর পৃথকস্থানে ৫ জনের অপমৃত্যু হয়েছে। নিহতরা হলেন- হুমায়ুন কবির (২৬), মোজ্জামেল হক (৫৫), আশিক ইবনে মাহমুদ (৩৬), তানজিলা খাতুন (১৮) ও অজ্ঞাত এক নারী। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মিরপুর থানার ওসি আহসান হাবিব জানান, মিরপুর মনিপুরের মোল্লা পাড়া থেকে হুমায়ুন কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে রামপুরা বনশ্রী থেকে কেয়ারটেকার মোজ্জামেল হকের ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি কামরুল ইসলাম। গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

তুরাগ থানার ওসি মাহবুব আলী জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে তানজিলা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে রূপনগর থানাধীন থেকে আশিক ইবনে মাহমুদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সে লিবিয়া প্রবাসী ছিলেন। লিবিয়া যেতে না পেরে হতাশায় সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার ওসি গোলাম মাওলা।

ভোর সাড়ে ৫টার দিকে বিমানবন্দর এলাকায় বাউল বাসস্টেশন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মেহিদী হাসান।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, লাশগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সানবিডি/ঢাকা/আহো