জিডিপির রেকর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৪:৫৭:২৮
বাংলাদেশের মাথাপিছু আয় ও জিডিপির রেকর্ড প্রবৃদ্ধি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথ। সম্প্রতি এক যৌথ বিবৃতিতে তারা প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ এবং মাথাপিছু আয় বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৬ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। এ অর্জন ১৬ কোটি মানুষের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।
বিবৃতিতে তারা আরো বলেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি এক কথায় অসাধারণ। আগে বিশ্বব্যাংক ও ইউএনডিপি আমাদের অর্থনীতির প্রশংসা করতো। এখন ইউরোপও বলছে যে, বিনিয়োগের পরবর্তী ঠিকানা বাংলাদেশ।
বিবিএস’র হিসাব অনুযায়ী চলতি অর্থবছরে দেশে মোট জিডিপি’র ২৯ দশমিক ৬৮ ভাগ বিনিয়োগ হয়েছে। চলতি অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৬০ ভাগ, শিল্প খাতে ১০ দশমিক ১০ ভাগ এবং সেবা খাতে ৬ দশমিক ৭০ শতাংশ।
সানবিডি/ঢাকা/আহো