ফেব্রুয়ারিতে মার্কেটে পাওয়া যাবে ফুওয়াং মুড়ি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১১:০৫:২৩


পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদ “ফুওয়াং মুড়ি” উৎপাদনের জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ গাজীপুরের বোকরানে অবস্থিত একটি কারখানা প্রাঙ্গণে “ফুওয়াং মুড়ি” নামে “ফুওয়াং মুড়ি” উৎপাদনের জন্য একটি উৎপাদন লাইন স্থাপনে করবে।

এই মুড়ি আগামী ফেব্রুয়ারির শেষে মার্কেটে পাওয়া যাবে। এই প্রকল্পে কোম্পানিটির ৩০ লাখ টাকা ব্যয় হবে। আর প্রকল্প থেকে প্রতিদিন কোম্পানিটি ১০ মেট্রিকটন মুড়ি উৎপাদন করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস