বিপিএলে আবারও আউট বিতর্ক

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১৬:২২:১৪


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে বির্তক অব্যাহত রয়েছে। এবারও ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের খেলায় আউটের একটি সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা ছড়ায় মিরপুরে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের খেলায় এ ঘটনা ঘটে।

রংপুরের দেওয়া ১৫৯ রানের টার্গেট ব্যাট করছিল বরিশাল। ইনিংসের চতুর্থ ওভারে বল করছিলেন রংপুরের সিকান্দার রাজা। জিম্বাবুয়ের তারকার বলে সুইপ করার চেষ্টা করেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু বল প্যাডে লাগে। রংপুরের ফিল্ডাররা আপিল করলে ফিল্ড আম্পায়ার ছিলেন গাজী সোহেল নট আউট ঘোষণা করেন।

কিন্তু রিভিউ নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টিভি রিপ্লেতে দেখা যায় অফ ব্রেক বলটি লেগ স্ট্যাম্প মিস করার সম্ভাবনা ছিল। কিন্তু টিভি আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন বিজয়কে আউট ঘোষণা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে যান ডানহাতি এই ব্যাটার। মাঠ ছাড়তে অস্বীকার করেন তিনি। কিন্তু দুই আম্পায়ারের অনুরোধে বেশ কিছু সময় পর মাঠ ছাড়েন এনামুল হক বিজয়।

আই এইচ