বিয়ে করছেন এশা গুপ্তা
প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৬:১৭:৩৭
চলতি বছরে বলিউডে বিয়ের ধুম পড়েছে। বছরের শুরুতে বিয়ের পিড়িতে বসেন গজনী খ্যাত তারকা অসিন। বেশ কিছুদিন আগেই তাড়াহুড়ো করে বিয়ে করলেন বলিউড ডিভা প্রীতি জিনতা। আর জন আব্রাহামের সাবেক প্রেমিকা বিপাশার বিয়ে নিয়ে তো রীতিমত হৈ চৈ চলছে সবখানে।
তার ভিড়ে এলো আরো এক নতুন তারকার বিয়ের খবর। শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছেন ‘রাজ থ্রি’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করা এশা গুপ্তা।
সম্প্রতি ব্যাক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে হাতে রিং পড়া একটি ছবি আপলোড করেন এ তারকা। তার ক্যাপশনে লিখেন, ‘সে আমাকে প্রস্তাব দিলো আর আমি রাজি হয়ে গেলাম’। আর তার এই কথাতেই বলিউডে ভাসছে এই তারকার বিয়ের খবর। ভারতের গণমাধ্যমগুলোও দাবি করছে, পছন্দের কারো সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে এশার। শিগগিরই হয়তো মিসেস হতে চলেছেন তিনি।
তবে কে হচ্ছেন এশার পাত্র তা জানা যায়নি। শুধু বলিউড পাড়ায় গুঞ্জন চলছে এশার সাথে বেশ দহরম মহরম চলছিলো ‘আই হেট লাভ স্টোরি’ খ্যাত পরিচালক পুনিত মালহোত্রার। তবে কি এশার পাত্র হচ্ছেন তিনিই? সে বিষয়ে নিশ্চিত হতে অপেক্ষা তো করতেই হবে। এদিকে সম্প্রতি এশা গুপ্তা চুক্তিবদ্ধ হয়েছেন ‘হেরা ফেরি ৩’ ও ‘রুস্তম’ নামের ছবি দুটোতে।
সানবিডি/ঢাকা/আহো