ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের পাঁচ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০১-১০ ১৭:০৭:২১


ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফাজেহ হাশেমিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মঙ্গলবার সিএনবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী।

ফাজেহ হাশেমির বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেননি তার আইনজীবী। তবে আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, তেহরানের পাবলিক প্রসিকিউটর গত বছর হাশেমিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের’ অভিযোগে অভিযুক্ত করেছিলেন।

গত সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পুলিশ হেফাজতে কুর্দি নারীর মৃত্যুর কারণে তেহরানে দাঙ্গাকে উসকে দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়।

১৯৭৯ সালের বিপ্লবের পর এই দাঙ্গা ইরানের শাসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়।

২০০৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনকালে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ফাজেহ হাশেমিকে সব ধরনের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। একই অভিযোগে ২০১২ সালে তাকে জেলে পাঠায় ইরানের আদালত।

সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি অর্থনৈতিক উদারীকরণের বাস্তববাদী নীতি এবং পশ্চিমাদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে দেশটির উগ্র সমর্থক ও সমালোচকদের তোপের মুখে পড়েন। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এই প্রেসিডেন্ট ২০১৭ সালে মারা যান।

এম জি