টপটেন গেইনারে পদ্মা-মেঘনা-যমুনা

প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৬:৩৬:৩১


Megh_Jamuna_Padma1ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে তিন তেল কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ যমুনা অয়েল ১৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৭২ টাকা ৯০ পয়সা দরে। আজ কোম্পানির ৪ লাখ ৪০ হাজার ৯৫টি শেয়ার ১হাজার ৪০৯ বার লেনদেন হয়।

গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৭৯ শতাংশ।আজ কোম্পানির ৫ লাখ ২২ হাজার ৪৪২টি শেয়ার ১ হাজার ৭৯৩ বার লেনদেন হয়।

এছাড়া তালিকার অষ্টম স্থানে রয়েছে পদ্মা অয়েল। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৮৫ টাকায়।এই কোম্পানির শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ।শতাংশ। আজ কোম্পানির ১ লাখ ৯৯ হাজার ৭৪৮টি শেয়ার ১ হাজার ১৯ বার লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, আলোচিত তিন কোম্পানি জুন ক্লোজিং। বছর শেষে এই কোম্পানিগুলো ভালো লভ্যাংশ দিতে পারে এমন আশায় রয়েছেন বিনিয়োগকারীরা।তাই এখন থেকেই শীর্ষস্থানীয় তিন তেল কোম্পানির প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

সানবিডি/ঢাকা/আহো